Tuesday, August 9, 2016

শ্রাবন্তী সম্পর্কে ৭টি অজানা তথ্য ! যা আগে কোন দিন জানেননি !

Posted by   on


দ্বিতীয় বারের মতো বিয়ের পিড়িঁতে বসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তার কিছুদিন আগে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ‘শিকারি’ সিনেমায় অভিনয় করেছেন। আর এই ঈদে তাদের এই সিনেমা মুক্তি পেয়েছে। তাবে শ্রাবন্তীর জীবন নাকি অনেকটাই ব্যতিক্রম ধরণের। তাই আজ প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী সম্পর্কে কিছু অজান কথা জানবো। তা হয়তো আমাদের অনেকরই জানা নেই। তাহলে আসুন শ্রাবন্তীর জীবন থেকে কিছু বিষয় জেনে আসা যাক।
১) শ্রাবন্তী পড়াশোনা করতেন বেহালার সারদা বিদ্যাপিঠ বালিকা বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই বন্ধুরা তাকে অভিনয় করার কথা বলত।
২) শ্রাবন্তীকে প্রথমবার বড় পর্দায় দেখা যায় ১৯৯৭ সালে মায়ার বন্ধন সিনেমায়। তবে বড় ব্রেক জিৎ-এর বিপরীতে ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে।
৩) শ্রাবন্তী বলেন তাকে সবচেয়ে সুন্দর দেখায় শাড়ি পরলে। শাহরুখ খান আর প্রসেনজিত্‍-এর সঙ্গে অভিনয় করতে চান বলে বারবার জানিয়েছেন।
৪) শ্রাবন্তীর এখন জীবনসঙ্গী সুপারমডেল কৃষ্ণ ভিরাজ। এক বছরের কৃষ্ণ-এর সাথে ছুটিয়ে প্রেম করার পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন শ্রাবন্তী-কৃষ্ণ। মুম্বাইতে তাদের প্রথম পরিচয়।
৫) বয়ফ্রেন্ডের নামে নিজের হাতে ট্যাটুও করিয়েছেন নায়িকা।
৬) এর আগে প্রযোজক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ১২ বছরের এক ছেলে রয়েছে অভিমন্যু। শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড তার ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকই।
৭) শ্রাবন্তী এখন কলকাতা এবং বাংলাদেশেও অনেক জনপ্রিয়। কারণ এই ঈদে বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান ও শ্রাবন্তীর ছবি ‘শিকারি’। এরই মধ্যে বাংলাদেশে বড় হিট হয়ে গিয়েছে এই সিনেমা। কদিন আগে এই ছবির মুক্তি উপলক্ষে বাংলাদেশে ঘুরেও গিয়েছেন তিনি।

No comments:
Write comments

Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter