Tuesday, August 9, 2016

মাত্র ১৮৮০ টাকায় বিমান ভ্রমণের সুযোগ

Posted by   on


মাত্র ১৮৮০ টাকায় বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে নভো এয়ার। ঈদকে সামনে রেখে বিশেষ এই অফারটি ঘোষণা করেছে এয়ারলাইন্স কম্পানিটি। অফারের সময়কে দুইভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথম পিরিয়ড আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত  এই পিরিয়ডে ঢাকার বাইরে থাকে ঢাকায় আসার সুযোগ রয়েছে উল্লেখিত ভাড়ায় এবং দ্বিতীয় পিরিয়ডটি হলো ৮ জুলাই থেকে ১৪ জুলাই। এই পিরিয়ডে ঢাকা থেকে উল্লেখিত স্থানে ভ্রমণ করতে যাওয়া যাবে। ১৮৮০ টাকার আওতার রুটগুলো হলো-
১ জুলাই থেকে ৭ জুলাই যশোর-ঢাকা সৈয়দপুর-ঢাকা রাজশাহী-ঢাকা বরিশাল-ঢাকা
৮ জুলাই থেকে ১৪ জুলাই ঢাকা-যশোর ঢাকা-সৈয়দপুর ঢাকা-রাজশাহী ঢাকা-বরিশাল - 

No comments:
Write comments

Hey, we've just launched a new custom color Blogger template. You'll like it - https://t.co/quGl87I2PZ
Join Our Newsletter